.২০১৯ সালের মিসলেনিয়াস পরীক্ষার বিজ্জপ্তি আগেই প্রকাশিত হয়েছে । পশ্চিমবঙ্গ সরকারের প্রতিযোগিতা মূলক পরিক্ষা গুলির মধ্যে WBCS এর পর ই এই পরীক্ষার অবস্থান। সে জন্যে যারা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্যে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যে এই পরীক্ষা পাখির চোখ। তাছাড়া এই পরীক্ষায় পোস্ট গুলিও খুব ই ভালো। চাকরি হয় এডমিনিস্ট্রেটিভ অফিসে , অর্থাৎ বি.ডি.ও , এস. ডি.ও ইত্যাদি অফিসে। এই লোভনীয় চাকরি গুলির জন্যে সেই জন্যেই অনেক চাকরি প্রার্থী ঝাঁপিয়ে পরেছেন।
আমরা আজ বিগত পরীক্ষার প্রশ্ন পত্রে বিশেষ কিছু প্যাটার্ন খেয়াল করবো যেগুলি সামনের পরীক্ষায় আমাদের বিশেষ কাজে লাগবে। আমরা জানি যে, এক একটি পরীক্ষার প্রশ্ন পত্রের ধরণ এক এক রকম হয়। সুতরাং যে পরীক্ষা দিতে যাচ্ছি সে পরীক্ষার জন্যে বিশেষ প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আর সে জন্যে একটু SUGGESSION করে পড়া যেতেই পারে , বরং বলা ভালো যে সেভাবেই পড়ার প্রয়োজন। এখন জেনে নেওয়া যাক কি কি বিষয়ের উপর প্রশ্ন আসে।
কি কি ধরণের প্রশ্ন হয় :
এই পরীক্ষা তিনটি স্তরে সম্পন্ন হয়। প্রিলিমিনারী ও মেইন। তার পর interview .
১. প্রিলিমিনারী পরীক্ষাতে মোট ১০০ টি প্রশ্ন থাকে। তার মধ্যে ২৫টি অংক এবং বাকি ৭৫ টি সাধারণ জ্ঞান ও কারেন্ট আফেয়ার্স মিলিয়ে থাকে।
২. মেইন পরীক্ষাটি হয় ডেস্ক্রিপটিভে। মোট ৪৫০ নম্বর এর। বাংলা , ইংলিশ , অংক , সাধারণ বুদ্ধি ও সাম্প্রতিক ঘটনা বলির উপরেও ডেস্ক্রিপটিভে পরীক্ষা দিতে হয়।
আজ আমরা প্রিলিমিনারী পরীক্ষাতে কোন কোন টপিক এর কত প্রশ্ন এসেছে সে নিয়ে আলোচনা করবো।
২. মেইন পরীক্ষাটি হয় ডেস্ক্রিপটিভে। মোট ৪৫০ নম্বর এর। বাংলা , ইংলিশ , অংক , সাধারণ বুদ্ধি ও সাম্প্রতিক ঘটনা বলির উপরেও ডেস্ক্রিপটিভে পরীক্ষা দিতে হয়।
আজ আমরা প্রিলিমিনারী পরীক্ষাতে কোন কোন টপিক এর কত প্রশ্ন এসেছে সে নিয়ে আলোচনা করবো।
গণিত :
শুধুমাত্র পাটিগণিতের উপর পরীক্ষাতে প্রশ্ন আসে। কোনো বীজগণিত বা জ্যামিতি বা ত্রিকোণমিতি থেকে প্রশ্ন হয় না। পাটিগণিতের মধ্যে লাভ-ক্ষতি , শতকরা , নৌকা-স্রোত , গড় , অনুপাত, সরল ও জটিল সুদ , সরল ইত্যাদি বিষয়ের উপর থেকে বার বার প্রশ্ন আসে।
সাধারণ জ্ঞান :
সাধারণ জ্ঞানের প্রশ্ন হয় মাধ্যমিক মানের। বিজ্ঞান , ইতিহাস , ভূগোল, সমস্ত বিষয়েই প্রশ্ন হয়ে থাকে। ভূগোলের মধ্যে সাধারণত ভারতের ভূগোল থেকেই বেশি প্রশ্ন আসে। বিশ্ব ভূগোল থেকে প্রশ্ন কম আসে বা আসে না চলে। ইতিহাসে প্রাচীন ইতিহাস ও ভারতের স্বাধীনতা আন্দোলন উভয় অংশ ই সমান গুরুত্বপূর্ণ। জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান উভয় অংশ থেকেই প্রশ্ন হয়। ভৌত বিজ্ঞান এর পদার্থ বিদ্যা থেকে প্রশ্ন হয়। রসায়ন থেকে তুলনামূলক ভাবে কম প্রশ্ন আসে। রসায়নের মধ্যে কিছু যৌগের নাম ও সংকেত বিষয়েই প্রশ্ন সাধারণত করা হয়। যেমন ধর , ব্লু ভিট্রিওল এর সংকেত বা ওয়াটার গ্যাস কি কি নিয়ে গঠিত - এই রকম কিছু প্রশ্ন থাকে।
সাধারণ জ্ঞানের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসছে বই লেখক এর থেকে। ২০১৮ ও ২০১৩ সালের প্রশ্ন যে ওই দু বছরে কম পক্ষে ১০ টি প্রশ্ন এসেছে বই এর লেখক এর নাম জানতে চেয়ে।
আর একটি গুরুত্বপুর্ণ ব্যাপার হল , এই পরীক্ষায় ইংরেজি না থাকলেও ইংরেজি উপন্যাস বা নাটক থেকে বিভিন্ন বিখ্যাত চরিত্রের নাম কোন উপন্যাস বা নাটক এর অংশ সেটি প্রতিবার ই এসে থাকে।
আর একটি কমন টাইপ হল , পরিবর্তিত ভূমিরূপ। অর্থাৎ বায়ুর ক্ষয়কার্যের বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ প্রতিবারের পরীক্ষায় একটি কমন প্রশ্ন।
বিগত বছর গুলির প্রশ্ন দেখে নিলে বুঝতে আরো বেশি সুবিধা হবে।
২০১৮ সালের প্রশ্ন গুলির জন্যে এখানে ক্লিক করুন :Miscellaneous prelims question 2018
২০১৩ সালের প্রশ্ন গুলির জন্যে এখানে ক্লিক করুন : miscellaneous services exam 2013
২০১১ সালের প্রশ্নগুলির জন্য এখানে ক্লিক করুন : Miscellaneous Prelims question 2011
আর একটি গুরুত্বপুর্ণ ব্যাপার হল , এই পরীক্ষায় ইংরেজি না থাকলেও ইংরেজি উপন্যাস বা নাটক থেকে বিভিন্ন বিখ্যাত চরিত্রের নাম কোন উপন্যাস বা নাটক এর অংশ সেটি প্রতিবার ই এসে থাকে।
আর একটি কমন টাইপ হল , পরিবর্তিত ভূমিরূপ। অর্থাৎ বায়ুর ক্ষয়কার্যের বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ প্রতিবারের পরীক্ষায় একটি কমন প্রশ্ন।
বিগত বছর গুলির প্রশ্ন দেখে নিলে বুঝতে আরো বেশি সুবিধা হবে।
২০১৮ সালের প্রশ্ন গুলির জন্যে এখানে ক্লিক করুন :Miscellaneous prelims question 2018
২০১৩ সালের প্রশ্ন গুলির জন্যে এখানে ক্লিক করুন : miscellaneous services exam 2013
২০১১ সালের প্রশ্নগুলির জন্য এখানে ক্লিক করুন : Miscellaneous Prelims question 2011
0 Comments